আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ সেপ্টেম্বর: প্রায় বারো লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার হল জলপাইগুড়ি জাতীয় সড়কে। জেলা পুলিশের এসওজি পুলিশ কর্মীরা গোপন সুত্রে খবর পেয়ে গোশালা মোড়ের জাতীয় সড়কে অভিযান চালিয়ে কাঠ বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করে। কাঠ পাচারের অভিযোগে গ্রেফতার ভিন্ রাজ্যের এক যুবক। ধৃতকে আদালতে তোলা হয় বলে জানায় পুলিশ।

বার বার জাতীয় সড়ককে কাজে লাগিয়ে কাঠের পাচার চক্র সক্রিয় হয়ে উঠছে। এর আগেও একাধিক বার অভিযান চালিয়ে জাতীয় সড়ক থেকে কয়েক দফায় এক কোটি টাকার বেশি কাঠ উদ্ধার করে বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ। শনিবার ভোর রাতে জেলা পুলিশের এসওজি গোপন সুত্রে খবর পেয়ে কোতোয়ালি থানায় সঙ্গে যৌথভাবে অভিযান চালায় গোশালা মোড়ে। সন্দেহজনক ভাবে হরিয়ানা রাজ্যের একটি ট্রাক আটক করে পুলিশ। এরপর ট্রাকে তল্লাশি চালানোর পর বের হয়ে আসে প্রচুর সেগুন কাঠ। কাঠের বৈধ কাগজ দেখাতে পারেনি চালক বিহারের বাসিন্দা রাজেশ যাদব। পুলিশ রাজেশকে গ্রেফতার করে।

জেরায় উঠে এসেছে নাগাল্যান্ডে থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল সেগুন কাঠগুলি। কাঠের পরিমাণ ছিল ২১৬ সেফটি। যার বাজার মূল্য প্রায় বারো লক্ষ টাকা। পুলিশ জানায়, ধৃতকে আজ আদালতে তোলা হয়।

