জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: শনিবার ভারতীয় নবজাগরণের অন্যতম পুরোধা ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি-শত জন্মবর্ষ পূর্তি শেষে এবং ২০১ তম জন্মদিবসে সৃজনশীল সৃষ্টির মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানালেন শিল্পী শিক্ষকগণ। পশ্চিম মেদিনীপুরের চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক দিবেন্দ্যু সাহা কালোজিরা, টগর ফুলের পাপড়ি দিয়ে বিদ্যাসাগরের অবয়ব এঁকেছেন। এছাড়াও মহিষাগেড়া হাই মাদ্রাসার শিক্ষক নরসিংহ দাস ছোট ছোট পেরেক দিয়ে, পাঁচগেছিয়া জয়রামচক হাইস্কুলের শিক্ষক মণিকাঞ্চন রায় চায়ের পাতা দিয়ে এবং পলাশী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র বিদ্যাসাগরের অবয়ব অঙ্কন করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।