পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: শালবনী পঞ্চায়েত সমিতির সভাকক্ষে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মেদিনীপুর সদর উত্তর চক্রের উদ্যোগে আয়োজিত শিক্ষক দিবস উদযাপন ও শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন শালবনীর বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি প্রসাদ মাহাতো, পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিং, প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি অখিল বন্ধু মহাপাত্র, সদর উত্তর চক্রের আহ্বায়ক ও শিক্ষক সুদীপ দাস সহ অন্যান্য বিশিষ্ট নেতা ও কর্মীরা।
প্রায় ৩০০ জন শিক্ষক-শিক্ষিকা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন। বক্তারা শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং আগামী দিনে শিক্ষাক্ষেত্রে আরও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও হৃদয়গ্রাহী পরিবেশে সম্পন্ন হয়।