আমাদের ভারত, মেদিনীপুর, ৭ মার্চ: কেন্দ্র সরকারের সিএএ ও এনআরসি’র বিরুদ্ধে রাস্তায় নামলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। খড়গপুর শহরের কলেজ থেকে শুরু করে বাস স্ট্যান্ড পর্যন্ত এই মহামিছিল হয়। কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকারা এই মিছিলে অংশগ্রহণ করেন। রাজ্যের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বলেন, কেন্দ্রীয় সরকার এই জাত ভাগাভাগি আইনের তীব্র বিরোধিতা করছে আমাদের সংগঠন। আমাদের এই আন্দোলন ধারাবাহিক ভাবে চলতে থাকবে গোটা রাজ্য জুড়ে।