আমাদের ভারত, জলপাইগুড়ি, ২০ জুন: অধ্যক্ষের অপসারণের দাবি তুলে আবার আন্দলনে নামলেন কলেজের শিক্ষক শিক্ষিকারা। সোমবার অধ্যক্ষের অপসারণের দাবি তুলে শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ছাত্র ও স্থানীয় পুজো কমিটির সদস্যরা। জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কমার্স কলেজের গেটে বিক্ষোভ দেখানোর পাশাপাশি শহরে মিছিল করলেন তাঁরা। কলেজে শিক্ষার পরিবেশ ফিরে আসুন এই দাবি তুলে কোতয়ালি থানার দ্বারস্থ হয় আন্দলোনকারীরা।
কিছুদিন থেকে জলপাইগুড়ির ডিভিসি রোডের আনন্দ চন্দ্র কমার্স কলেজে দফায় দফায় আন্দোলন হচ্ছে। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকা বিভিন্ন অভিযোগ তোলেন। দুই দিন আগে এক অনুষ্ঠানের গ্রুপ ছবি থেকে কলেজে এক শিক্ষক শিক্ষিকার ছবি আলাদা করে অপপ্রচার চালানো হচ্ছিল। এর প্রতিবাদ করার ওই শিক্ষিকাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে অপরিচিত ফোন নম্বর থেকে। এ দিন শিক্ষক শিক্ষিকারা এর প্রতিবাদ জানায়। অন্যদিকে কলেজের বদনাম হচ্ছে এই অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে প্রাক্তন ছাত্র ও স্থানীয় পুজো কমিটির সদস্যরা অধ্যক্ষের অপসারণের দাবি তুলে বিক্ষোভে সামিল হলেন।
কলেজের হেড ক্লার্ক রাজীব চৌধুরী বলেন,”কে বা কারা এই ছবি ভাইরাল করল সেই তথ্য উঠে আসুক। অন্যদিকে শিক্ষিকাকে ফোন করে কুরুচির মন্তব্য করা হচ্ছে এর তদন্ত করার দাবি তোলা হচ্ছে।”
অন্যদিকে কলেজের প্রাক্তন ছাত্র অজয় সাহা বলেন, “কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে। ছাত্রদের দিয়ে অধ্যক্ষ ছবি ভাইরাল করে শিক্ষিকাদের অপমান করছেন। এই অধ্যক্ষের অপসারণ চাইছি। এর প্রতিবাদ জানিয়ে আমরা প্রাক্তনীরা সামিল হয়েছি।”
এ দিন অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার কলেজে আসেননি। কলেজ কর্তৃপক্ষের দাবি, তিনি ছুটিতে আছেন। যোগাযোগ করা হলেও কোন মন্তব্য পাওয়া যায়নি।