কুলটিকরি এসসি হাই স্কুলের শিক্ষক ও প্রাক্তন ছাত্রদের সাহায্য পেয়ে আবারও স্বপ্ন দেখতে শুরু করল সাঁকরাইলের লাবপৃত

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৬ আগস্ট: কুলটিকরি এস লসি হাই স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক ও প্রাক্তন ছাত্রের সহায়তায় ফের স্বপ্ন দেখতে শুরু করল ঝাড়গ্রাম জেলার কুলটিকরির বালিগেরিয়া গ্রামের বালজিত সিং’য়ের ছেলে লাবপৃত সিং। এবার মাধ্যমিক পরীক্ষায় ৬০৩ পেয়েছে সে। কিন্তু তারপরে পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া তার কাছে কিছুটা বিলাসিতার সমান। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য বালজিত সিং পেশায় গাড়ি চালক, লকডাউনের কারণে কাজ হারিয়েছে। ফলে কোনও রকম কষ্টের মধ্যে দিন কাটছে সিং পরিবারের।

লাবপৃত স্কুলে বরাবরই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। তাই যাতে তার পড়াশোনা নষ্ট না হয়ে যায় সে কারণেই প্রাক্তন এবং বর্তমান শিক্ষক ও শিক্ষাকর্মী এবং স্কুলের প্রাক্তনীরা একসাথে মিলে পাঁচ হাজার টাকা তুলে দেন লাবপৃতের হাতে। এই সাহায্য তাদের কাছে নতুন নয়। এর আগেও লাভপৃতের ভাই রানা যখন দুর্ঘটনায় গুরুতর ভাবে অাহত হয় তখনও এই স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্র ছাত্রীরা এক হয়ে ৫০০০০ টাকা তুলে দিয়েছিলেন তার মায়ের হাতে চিকিৎসার জন্য। তার পড়াশোনার সমস্ত ভার নিয়েছিলেন শিক্ষকরাই। লাবপৃত বর্তমানে যে বাড়িতে থাকে সে বাড়িটাও একজন শিক্ষকের। তাদের কোনও ভাড়া দিতে হয় না। এলাকার প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের বক্তব্য, সামান্য কিছু টাকার জন্য যেন হারিয়ে না যায় এরকম প্রতিভা। আগামী দিনেও লাভপৃতের সাথে এরকম ভাবেই থাকবেন গোটা গ্রাম। আর সবাইকে কাছে পেয়ে নতুন করে স্বপ্ন দেখছে লাবপৃত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *