স্টুডেন্টস হেলথ হোমে পালিত হল শিক্ষক দিবস

আমাদের ভারত, ৫ সেপ্টেম্বর: প্রতি বছরের মত এ বছরও যথাযোগ্য মর্যাদায় স্টুডেন্টস হেলথ হোমে পালিত হল শিক্ষক দিবস। হেলথ হোম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ছাত্র দরদী শিক্ষক সমাজ। কয়েক বছর ধরেই এই দিনটিতে হোম ৫ জন বিশিষ্ট শিক্ষককে সংবর্ধনা দিয়ে আসছে শিক্ষকতায় ও ছাত্র স্বাস্থ্য আন্দোলনে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য।

এ বছর সংবর্ধনা পেলেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ শৈবাল মুখোপাধ্যায়। উচ্চ মানের শিক্ষকতা ও অননুকরণীয় ব্যক্তিত্বের জন্য ছাত্র সমাজে বিশেষ সমাদৃত এই মানুষটি বিশেষ আমন্ত্রণে অতীতে হোমে ছাত্রছাত্রীদের জটিল অস্ত্রোপচার করেছেন। তাঁর বহু ছাত্রছাত্রী বর্তমানে হোম আন্দোলনে চিকিৎসক, সংগঠক ও দরদি হিসাবে যুক্ত। কোভিড কালে অর্থনৈতিক সংকটের হাত থেকে মুক্তিতে হোমকে সাহায্যের জন্য প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাঃ প্রদীপ মিত্র ও ডাঃ শৈবাল মুখোপাধ্যায়ের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

সংবর্ধনা পেলেন হোমের ঝাড়গ্রাম আঞ্চলিক কেন্দ্রের প্রাক্তন সম্পাদিকা ও বর্তমান সভাপতি এবং প্রাক্তন শিক্ষিকা ভারতী চৌধুরী। আজীবন তিনি হোমের সংগঠক। প্রবীণ বয়সেও নীতিনিষ্ঠ অবস্থানে হোমের স্বার্থ রক্ষায় তাঁর দৃঢ় ও আপোষহীন লড়াই আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।

সংবর্ধনা পেলেন প্রাক্তন শিক্ষক তপন কৃষ্ণ সাহা। দীর্ঘদিন হোমের কৃষ্ণনগর আঞ্চলিক কেন্দ্রের সম্পাদকের দায়িত্ব পালন করা ছাড়াও সারা জীবন যিনি বিভিন্ন ভাবে, বিবিধ ধারায় মানুষের সেবা করে গেছেন। বহু গুণী ছাত্রছাত্রী তৈরী থেকে বৃদ্ধাশ্রম নির্মাণ বা বনসৃজন সর্বত্রই এই কৃষ্ণনাগরিকের কৃতিত্বের ছাপ স্পষ্ট। বিষাদের বিষয় এই যে তপন বাবু আজ প্রায় বোধ শক্তি হীন। এদিনের অনুষ্ঠানে আসতে না পারায় তাঁর হয়ে সংবর্ধনা নেন তরুণ কুমার সাহা।

এদিন সংবর্ধিত হন হেলথ হোমের জঙ্গিপুর আঞ্চলিক কেন্দ্রের প্রাক্তন সম্পাদক প্রাক্তন শিক্ষক শিশির মন্ডল। জঙ্গিপুর ও সংলগ্ন অঞ্চলে শিক্ষকতার গুণে ব্যাপকভাবে সমাদৃত শিশির বাবু হোম আন্দোলনে উল্লেখযোগ্য অবদান ছাড়াও ব্যক্তিত্ব ও রসবোধের গুণে যেন ওই অঞ্চলের ভূমিপূত্র দাদা ঠাকুরের সুযোগ্য উত্তরাধিকার। পারকিনসনস রোগে আক্রান্ত হওয়ায় শিশির বাবু কলকাতা আসতে না পারায় তাঁর হয়ে সংবর্ধনা নেন জঙ্গিপুর আঞ্চলিক কেন্দ্রের পক্ষে শিক্ষক আসাদুজ্জামান বিশ্বাস।

সংবর্ধিত হন কলকাতা নিবাসী, ছাত্র স্বার্থে নিবেদিতপ্রাণ রঘুনাথ মিত্র। তিনি সংগঠনের কলকাতা আঞ্চলিক কেন্দ্রের বর্তমান সভাপতিও। আমরা এই সকল শিক্ষক মন্ডলীর সুস্থ ও সুন্দর জীবন কামনা করি। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন যথাক্রমে ডাঃ সৌমি চৌধুরী, ছাত্রী খুশি মন্ডল ও প্রিয়াঙ্কা ঝাঁ, ছাত্র সুপ্রকাশ দাস। কলিকাতা অনাথ আশ্রমের কচি কাঁচারা অভিনয় করে ‘অথ মোবাইল কথা’ নামের একটি নাটক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টুডেন্টস হেলথ হোম আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *