পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
৫ সেপ্টেম্বর: মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর উদ্যোগে শুক্রবার মেদিনীপুর কলেজ (স্বশাসিত) প্রাঙ্গণে সেমিনার হলে আড়ম্বরে পালিত হলো শিক্ষক দিবস উদযাপন ২০২৫। বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও প্রাক্তন ছাত্র সম্মিলনী কলেজের পাঁচজন বর্ষীয়ান প্রাক্তন অধ্যাপককে সংবর্ধনা জ্ঞাপন করে।
সম্মানিত প্রাক্তন অধ্যাপকরা হলেন—ড: হেমন্ত কুমার হোতা, প্রফেসর রবীন্দ্রনাথ দাস, ড: সুভাষচন্দ্র সামন্ত, ড: সত্য রঞ্জন মাইতি এবং ড: অনিল কুমার বেরা। তাঁদের হাতে প্রাক্তন ছাত্র সম্মিলনীর পক্ষ থেকে স্মারক ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেদিনীপুর কলেজ (স্বশাসিত)-র ভারপ্রাপ্ত শিক্ষক ও প্রাক্তন ছাত্র সম্মিলনীর সভাপতি অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ। উপস্থিত ছিলেন সম্মিলনীর কার্যকরী সভাপতি ড: হরি প্রসাদ সরকার, প্রাক্তন অধ্যক্ষ ড: গোপাল চন্দ্র বেরা ও ড: প্রবীর কুমার চক্রবর্তী, সম্মিলনীর সম্পাদক ও অন্যান্য সদস্য-সদস্যারা।
শিক্ষক দিবস উপলক্ষে এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে প্রক্তনীদের পক্ষ থেকে গান, আবৃত্তি পরিবেশিত হয়।কলেজের সেমিনার হল ভরে ওঠে প্রাক্তন অধ্যাপকদের আবেগ ও স্মৃতিচারণে।