কেশপুরের আল মোজতবা অ্যাকাডেমির শিক্ষক দিবস ও বাৎসরিক অনুষ্ঠান

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: কেশপুর ব্লকের নেড়াদেউল আল মোজতবা অ্যাকাডেমি ও ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সংবর্ধনা ও বাৎসরিক অনুষ্ঠান। প্রভাত ফেরি ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারাদিন ধরপ চলা এই অনুষ্ঠানের সূচনা হয়। এদিন ড: সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান, দেশাত্মবোধক গান, নাচ, গজল, কেরাত, আবৃতি, বিতর্ক, নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার, দুঃস্থদের বস্ত্র ও অন্ন দান করা হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আশীষ হুদাইত, প্রদ্যুৎ পাঁজা, শিক্ষানুরাগী আলী আকবর খান, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই, জেলা পরিষদের সদস্য হাবিবা বেগম, শ্যামল আচার্য, সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠি, ডাক্তার আয়েশা সুলতানা, পঞ্চায়েত সমিতির সদস্য হাবিবুর রহমান, মুগবসান গ্রাম পঞ্চায়েত প্রধান রওশনা খাতুন, সমাজসেবী মীর আবুল কালাম আজাদ, সমাজসেবী হাসানুর জামান। ট্রাস্টের সভাপতি সেখ শামসুদ্দিন, প্রধান শিক্ষক সাহানওয়াজ সিপাই, সহকারী প্রধান শিক্ষক মীর ইলিয়াস ইকবাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ট্রাস্টের সম্পাদক মীর মোশারফ হোসেন জানান, “পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেদের উন্নত ও আধুনিক মানের শিক্ষায় শিক্ষিত করে তোলা ও মেরুদন্ড সোজা করে সমাজের বুকে স্থান করে নেওয়ার জন্যই এই মিশন তৈরির মূল উদ্দেশ্য। আবাসিক ছাত্রদের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই অ্যাকাডেমির অভ্যন্তরে রয়েছে” তিনি আরোও জানান, সমস্ত অতিথি ও অন্যান্য শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এই শিক্ষক দিবসের অনুষ্ঠান ৫ তারিখের পরিবর্তে এদিনে আয়োজন করা হয়েছে”।

বাৎসরিক অনুষ্ঠানেকে ঘিরে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে ও সুললিত কন্ঠে সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সাদ্দাম আলী ও মীর ইলিয়াস ইকবাল। উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ এই অ্যাকাডেমির সার্বিক সাফল্য কামনা করেন এবং অ্যাকডেমির বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *