নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৩ জানুয়ারি:
সিএএ’র বিরোধিতা করে বিজেপির রাজ্য অফিসের সামনে বিক্ষোভ শিক্ষক মুক্ত ঐক্য মঞ্চের। সংগঠনের সদস্যরা সোমবার ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে মিছিল করেন। তারপর তারা সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মহাজাতি সদনের উদ্দেশ্যে রওনা দেন। যদিও শিক্ষকরা মহাজাতি সদন পর্যন্ত মিছিল করেননি। তারা রাজ্য বিজেপির সদর দফতরের সামনে রাস্তায় বসে পড়েন। তারপর বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, সিএএ আইন এরাজ্যে মানা হবে না। তারপরেই প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ান আন্দোলনকারিরা।
যদিও সিএএ’র বিরুদ্ধে আন্দোলনকারিদের জন্য বিজেপি অফিসের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পু্লিশ। বিজেপি অফিসের সামনে পু্লিশ ব্যারিকেড করে দেয়, যাতে কোনও অান্দোলনকারি বিজেপি অফিসের সামনে না আসতে পারে তার জন্য লোহার ব্যারিকেড করে দেয় মুরলিধর সেন লেনের সামনে।