আমাদের ভারত, হুগলী, ৪ ডিসেম্বর: পোলবা বীরেন্দ্রনগর হাইস্কুলের শিক্ষকদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বুধবার দুপুরে স্কুল চলাকালীন বেশ কয়েকজন বিজেপি কর্মী স্কুলে ঢুকে স্কুলের তিনজন শিক্ষককে মারধর ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।সেইসময় মোবাইলে ছবি তুলতে গেলে তাদের মোবাইল ফোন কেড়ে নেয়া হয় বলে অভিযোগ। মনোজিৎ কর্মকার নামে এক শিক্ষককে মারধর করা হয়। তার মাথায় ও হাতে চোট লাগে। আহতদের পোলবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়।