অধ্যক্ষের অপসারণের দাবিতে জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কমার্স কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের আন্দোলন অব্যাহত

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩০ জুন: জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কমার্স কলেজে অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত কলেজের একাংশ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের। বৃহস্পতিবার কলেজে বিক্ষোভ দেখিয়ে স্বৈরাচারী অধ্যক্ষকে অবিলম্বে অপসারণ করার দাবি তোলা হয়েছে। শিক্ষক শিক্ষিকা ও কলেজের পরিচালন কমিটিকে না জানিয়ে নিজের ইচ্ছে মত কাজ করে চলছে। কেন্দ্র সরকারের ৯৭ হাজার টাকা চুরির করার অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে৷ টাকা নয়ছয়ের বিষয়টি তুলে ধরেছিলেন অবসরপ্রাপ্ত টিচার ইনচার্জ সুনীল কুমার জানা। ২৯ বছর কলেজে চাকরি করে তিনি ২০২০ সালে অবসর নিয়েছেন। সুনীল বাবুর পেনশন বন্ধ করে পরিচালন সমিতিকে না জানিয়ে পাল্টা তার নাম করে থানায় অভিযোগ করেছেন অধ্যক্ষ বলে অভিযোগ।

কলেজের হেড ক্লার্ক রাজীব চৌধুরী বলেন,”আমাদের একটাই দাবি, এই অধ্যক্ষের পদত্যাগ চাই। একাধিক দুনীতি সহ অর্থ তছরুপের ঘটনায় যুক্ত এই অধ্যক্ষ৷”

কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার বলেন, “আমার নামে টাকা আসে সেই টাকা প্রজেক্টে খরচ হয়। সব হিসেব আছে। পরিচালন কমিটিতে সিদ্ধান্ত হয়েছে, এই কারণে সুনীল বাবুর নামে থানায় অভিযোগ করা হয়েছে। পেনশন রাজ্য সরকার দিয়ে থাকে। আমার কাছে রিপোর্ট চেয়েছে সেই রিপোর্ট তুলে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *