জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ আগস্ট: রক্তদানের ক্ষেত্রে আবার মানবিক মুখ দেখলো মেদিনীপুর শহর। আইআইটির এক প্রাক্তন ইঞ্জিনিয়ারকে জরুরি ভিত্তিতে রক্ত দিলেন এক শিক্ষক ও মেডিকেল সাপ্লায়ার। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কট দেখা দেওয়ায় প্রায় প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে রোগীর বাড়ির লোকেদের।

দেরিতে পাওয়া খবরে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সমস্যা পড়েন খড়্গপুর আইআইটির বিদ্যুৎ বিভাগের প্রাক্তন সহকারি ইঞ্জিনিয়ার তথা মেদিনীপুর শহরের বার্জ টাউনের বাসিন্দা তপন চৌধুরীর বাড়ি লোকেরা। তপনবাবুর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে চার ইউনিট “ও” পজিটিভ রক্তের প্রয়োজন হয়। ব্লাড ব্যাঙ্কে প্রয়োজনীয় “ও” পজিটিভ রক্ত মজুদ না থাকায় ওইদিন সন্ধ্যায় খবর পেয়ে রক্তদান করেন তালবাগিচা হাইস্কুলের শিক্ষক সুনীত নায়েক। ঐদিন একই প্রয়োজনে রক্তদান করেন কেমিক্যাল দ্রব্য সরবরাহকারী রাজেশ পলমল। রক্ত দেওয়ার পর মুমূর্ষু দুই রোগী ভালো আছেন বলে শনিবার সকালে খবর পাওয়া গেছে।

