আমাদের ভারত, ২৯ আগস্ট: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার শীর্ষ আদালতে ধাক্কা খেয়েছে এস এস সি। ৭ দিনের মধ্যে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে সাতদিন নয়, শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করবে এসএসসি বলে জানিয়ে দিয়েছেন এসএসসি’র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা চাকরি করেছেন তারা নবম, দশম এবং একাদশ ও দ্বাদশ দুটি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। কিন্তু অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না।
বৃহস্পতিবার সাত দিনের মধ্যে অযোগ্য প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশের জন্য এসএসসি’কে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এসএসসি’র আইনজীবীকে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, যদি অভিযোগকারী আইনজীবী প্রমাণ করতে পারেন যে আবার অযোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে তাহলে আপনাদের কড়া সমালোচনার মুখে পড়তে হবে। এরপর এসএসসির আইনজীবির উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনাদের কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে। আপনারা যদি এই প্রার্থীদের ছাড় দেন তাহলে তার ফল ভুগতে হবে।
বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গেছে এস এস সি? এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।
এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি যে তালিকা প্রকাশ করবে তা কতটা সঠিক হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর সন্দেহ, অর্ধেক তালিকা প্রকাশ করতে পারে এসএসসি। কোর্টের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এমন পদক্ষেপ করতে পারে এসএসসি বলে সন্দিগ্ধ তিনি।
প্রসঙ্গত, যোগ্য- অযোগ্যদের লিস্ট পৃথকীকরণ নিয়ে কম ক্ষোভ বিক্ষোভ হয়নি। আন্দোলনে এসএসসি ভবন ঘেরাও, অনশন কী কী না হয়েছে। অযোগ্য কারা সেই তালিকা যদি কমিশনের কাছে ছিল তাহলে এতদিন কেন তা প্রকাশ করা হলো না? তা নিয়ে প্রশ্ন উঠছে এবার।

