আমাদের ভারত, ৫ সেপ্টেম্বর: এস এস সি পরীক্ষার প্রশ্ন ফাঁসের যে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার জেরে তাঁর বিরুদ্ধে এফআইআর করার দাবি তুলল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।
সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল শুক্রবার এই প্রতিবেদককে জানান, “গতকাল থেকেই শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে বলে চলেছেন আসন্ন এস এস সি পরীক্ষার প্রশ্ন বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে। এরকম অডিও নাকি উনার কাছে আছে।
আমরা আজ এসএসসি’র চেয়ারম্যানকে অনুরোধ করলাম শুভেন্দুবাবুর বিরুদ্ধে এফআইআর করার জন্য। পুলিশ যাতে উনাকে হেফাজতে নিয়ে সেই অডিও উদ্ধার করে এবং এই চক্রের সাথে যাঁরা যুক্ত আছে তাদেরকে গ্রেফতার করে সে ব্যাপারেও এস এস সি কে উপযুক্ত ভূমিকা নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি।”
এই সঙ্গে স্বপনবাবুর দাবি, সরকার এবং এস এস সি যদি কিছু ব্যবস্থা না নেয় তাহলে ধরে নিতে হবে তৃণমূল এবং বি জে পি উভয়েই হাতে হাত ধরে, বোঝাপড়া করে এই পরীক্ষা ভেস্তে দিয়ে বেকারদের ভবিষ্যৎ শেষ করে দিতে চাইছে।”
প্রসঙ্গত, আগামী ৭ই ও ১৪ই সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হতে চলা স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি-কে সন্ধিহান ও কলুষিত করা রুখতে সচেষ্ট প্রশাসন।