আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি : কোলাঘাটে মুম্বাই রোডে মারুতি ভ্যান এবং ট্রাকের সংঘর্ষে মৃত এক মহিলা যাত্রী, গুরতর আহত চালক। মৃত মহিলার নাম শম্পা রায় চক্রবর্তী। পেশায় একজন শিক্ষিকা।
আজ ওই শিক্ষিকা তাঁর ছেলেকে মারুতি ভ্যানে করে একটি বেসরকারি স্কুলে ছাড়তে গিয়েছিলেন। ছেলেকে স্কুলে ছেড়ে আসার পথে কোলাঘাটের পানশিলা সেতুর কাছে দশ চাকার ট্রাক মারুতি ভ্যানটিকে ধাক্কা মেরে পালিয়৷ যায়। ঘটনাস্থল থেকে ড্রাইভার ও শিক্ষিকাকে কোলাঘাট থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় মেছেদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। হাসপাতালের ডাক্তার মহিলাকে মৃত ঘোষণা করেন। আহত চালকের অবস্থা আশঙকাজনক। পুলিশ মৃত শিক্ষিকার দেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃত শিক্ষিকা নিকাশি হাইস্কুলে শিক্ষকতা করতেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।