আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ অক্টোবর : প্রতি বছরের মতো এবছরও পূজোর নতুন পোশাক নিয়ে গ্রামে পৌঁছালেন মেদিনীপুরের শিক্ষক বিপ্লব মাহাত। তিনি লকডাউনে ৩৫০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলেন আর এবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণের রাউতাশোল, শাকপাড়া, কুমারডুবি, পালঝারী, টাঙ্গাশোল, বালিয়া, আঁধারকুলী এই সাতটি গ্রামের ৪৫০ জন ছেলে মেয়ের হাতে নতুন জামা ও মাস্ক তুলে দিলেন। গত সাতদিন ধরে খড়্গপুর গ্রামীণের সাতটি গ্রামে চলে এই কর্মসূচি। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষের পাশে থাকেন। কখনও শীতে দুঃস্থ অসহায় মানুষের কম্বল, কখনও পড়ুয়াদের শিক্ষা সামগ্রী, অসহায় মহিলাদের শাড়ি, খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেন, এবং কখনও বৃক্ষরোপণ ইত্যাদি সামাজিক ও পরিবেশ সুরক্ষার কাজ করে থাকেন। বিপ্লব বাবু জানান, কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি হয়েছি। এই কাজে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানাই।