আমাদের ভারত, মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার আইকোলা এলাকায় রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের চেক বিলিকে কেন্দ্র করে বিজেপি- তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দাঁতন এলাকার আইকোলা পঞ্চায়েত অফিসে এক অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের চেক বিলি করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি ও তৃণমূল উভয়পক্ষের কর্মীসমর্থকরা। চেক বিলির সময় তৃণমূলের কর্মীরা অভিযোগ তোলেন বিজেপি সমর্থক শিক্ষক কর্মী সুমন্ত পয়ড়া দুবার চেক নিয়েছেন এবং চেকের উপরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে ফেলেন। এই ঘটনার পর উত্তেজিত হয়ে পড়ে তৃণমূল কর্মীরা। উভয় পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বচসা। সন্ধ্যার সময় বচসা সংঘর্ষের রূপ নেয়। তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাঁতন থানার পুলিশ। কৃষক বন্ধু প্রকল্পের চেক ভর্তি খামের উপরে থাকা মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগে বিজেপি সমর্থক ওই শিক্ষক কর্মীকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।
যদিও বিজেপির জেলা সভাপতি শমিত দাস জানিয়েছেন, মিথ্যা অভিযোগে ওই শিক্ষককে ফাঁসানো হয়েছে। চেকটি নেওয়ার পর অসাবধানতাবশত খামটি মাটিতে পড়ে যায়। তাতেই তৃণমূলের কিছু কর্মী সমর্থক উত্তেজিত হয়ে পড়ে এবং বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়।
অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলে তাকে অপমাণ করার এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলে দাবি করা হয়েছে। দাঁতন থানার পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করার পর ওই শিক্ষককে আজ দাঁতন আদালতে তোলা হয়।