আমাদের ভারত, ২৫ সেপ্টেম্বর: “উত্তরবঙ্গের মানুষ তথা চা-বাগানের শ্রমিকদের প্রতি চরম অবহেলা ও বঞ্চনাকারী ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে বড়সড় ঘোষণা করেছিলেন চা শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাস। অথচ তাঁরই ঘনিষ্ঠ এক চা-বাগান মালিক, শ্রমিকদের সেই প্রাপ্য বোনাস থেকে বঞ্চিত করেছে। বৃহস্পতিবার এই অভিযোগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
এক্সবার্তায় তিনি লিখেছেন, “বহু আন্দোলন-লড়াইয়ের পর তিনি নাকি মাত্র ১২ শতাংশ বোনাস দিতে রাজি হয়েছেন। শুধু তাই নয়, বছরের পর বছর শ্রমিকদের ন্যায্য অধিকারের পিএফ-এর টাকাও (৫ কোটিরও বেশি) জমা দেননি মুখ্যমন্ত্রীর এই ঘনিষ্ঠ ব্যবসায়ী। আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রীর একান্ত ঘনিষ্ঠ বলেই কি এইসব অনৈতিকতা এবং দুর্নীতির কার্যকলাপ চালিয়ে যেতে পারছেন তিনি?
আজ কোচবিহারে যাওয়ার পথে চা-বাগানের শ্রমিক মা-বোনেরা তাঁদের এই দুর্বিষহ পরিস্থিতির কথা আমাকে জানিয়েছেন। উৎসবের মুহূর্তে তাঁদের কষ্ট ও বঞ্চনার চিত্র হৃদয়বিদারক।
আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, অবিলম্বে শ্রমিকদের প্রাপ্য পাওনা মিটিয়ে না দিলে আমরা বাধ্য হবো তাঁদের সঙ্গে নিয়ে কলকাতায় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করতে।”

