Tea garden! চোপড়ায় বনদপ্তরের জমি জবরদখল করে চা বাগান, অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৭ মে: বনদপ্তরের জমি জবরদখলকে কেন্দ্র করে চাঞ্চল্য চোপড়া ব্লকের দাসপাড়া এলাকায়। অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। জমি জবরদখল করে চা বাগান করেছেন ওই তৃণমূল নেতা। এই অভিযোগে আন্দোলনে নেমেছে এলাকার মানুষ।

উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের বালাবাড়ি এলাকায় বনদপ্তরের প্রায় পঞ্চাশ একর জমি জবরদখল করে চা বাগান লাগানো হয় বলে অভিযোগ। অভিযোগের তির স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, বনদপ্তরের দীর্ঘদিনের পুরোনো বড় বড় গাছ রাতের অন্ধকারে কেউ বা কারা কেটে নিয়ে গেছে। বনদপ্তরকে বার বার বলা সত্বেও কোনো সুরাহা হয়নি। দীর্ঘদিন ধরে গাছ কেটে ফাঁকা করে ওই জমিতে চা বাগান করা হয়েছে। এই ঘটনায় এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামতে বাধ্য হয় বলে জানিয়েছেন।

জমি দখল করে চা বাগান করার অভিযোগ চোপড়া ব্লকের তৃণমূল ক্ষেতমজদুর সংগঠনের সভাপতি শংকর বৈদ্যর বিরুদ্ধে। এ ব্যাপারে তৃণমূল নেতা শংকর বৈদ্যের কাছে জানতে চাইলে তিনি এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, যারা অভিযোগ করছেন তারা আমার এলাকার লোক নন, তারা বিভ্রান্তি ছড়ানোর জন্য এ ধরনের কাজ করছে। অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ, এবিষয়ে চোপড়া বনদপ্তরকে বার বার জানানো হলেও এখনো কোনো সুরাহা হয়নি। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহারুদ্দিন জানিয়েছেন, অভিযোগ লিখিত আকারে জানালে প্রশাসন এই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেবে।

এ বিষয়ে চোপড়া বনদপ্তরের রেঞ্জ অফিসার, শ্যামসুন্দর ঝরিয়াত টেলিফোনে জানিয়েছেন, ঘটনার অভিযোগ তারা পেয়েছেন। খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *