নয়া উপাচার্য ওমপ্রকাশের ব্যাপারে সতর্কতা তথাগতের, প্রতিক্রিয়া প্রচুর

আমাদের ভারত, কলকাতা, ২৯ সেপ্টেম্বর: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর ব্যাপারে সতর্কতা দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এই পোস্ট দেওয়ার তিন ঘন্টা বাদে ফেসবুকে লাইক, মন্তব্য ও শেয়ার হয় যথাক্রমে ৬৬১, ৬৬ ও ২০।

তথাগতবাবু বৃহস্পতিবার প্রথমে টুইটারে, পরে ফেসবুকে লিখেছেন, “সুবীরেশের পদ গেল, ওমপ্রকাশ নতুন উপাচার্য।
হুমমম…
ওমপ্রকাশ ও আমি একসময় দুজনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের প্রধান ছিলাম। ওঁর সঙ্গে টিভিতে অনেক বিতর্কও করেছি।

বিষয়ান্তরে গিয়ে বলি, আজকাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ও অধ্যাপিকাদের বিপদ বেড়েছে। সাবধান থাকা প্রয়োজন।”

সুজয় দত্ত লিখেছেন, “ওমিবাবু কিন্তু খুব রোমান্টিক। তার জন‍্যই কি এই সাবধান বাণী।” পার্থ মিত্র লিখেছেন, “দারুন দিলেন! কিছুই বললেন না অথচ সব বলে দিলেন।“ পল্লবকান্তি ঘোষাল লিখেছেন, “আপনি পারেনও বটে। মোক্ষম একখানা দিলেন।“

অধ্যাপক সৌগত বাগচি লিখেছেন, “মৌলানা আবুল কালাম আজাদ স্টাডি সেন্টারে কলকাতার প্রাক মহিলা ডিরেক্টরের সাথে ওনার সম্পর্কের যদি একটু শর্ট নোট দেন। ভালো হতো আগামী পরীক্ষার প্রস্তুতি।”

স্বপন কুমার দাশগুপ্ত লিখেছেন, “আজকাল বিদ্বান ও দক্ষ প্রশাসকের বড় অভাব পড়িয়াছে, তাই তৃণমূলী ছাড়া গতি নাই।” আশিস কুমার ব্যানার্জি লিখেছেন, “শুধু ছাত্রী আর অধ্যাপিকা? করনিক বা চতুর্থ শ্রেণির মহিলা কর্মিবৃন্দা? তাঁদেরও কি বিপদ ঘনিয়ে আসছে না?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *