আমাদের ভারত, ২ সেপ্টেম্বর: “বিজেপির সাধারণ কর্মীদের একটু আদর্শগত প্রশিক্ষণ দেওয়া উচিত বলে মনে করি। আদর্শের আঁট না থাকলে সংগঠন কখনও দাঁড়াতে পারবে না।”
মঙ্গলবার এক্স হ্যান্ডলে এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি লিখেছেন, “পুজোর আগে পশ্চিমবঙ্গ বিজেপি নির্বাচনী কৌশল ঠিক করতে একপ্রস্থ বৈঠক করছে। এই পদক্ষেপ স্বাগত।
সেই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পশ্চিমবঙ্গজুড়ে ২০০০ হিন্দু সম্মেলনের আয়োজন করছে। এতে সন্ত, ধর্মগুরু ও জীবনের সব ক্ষেত্রের মানুষ অংশ নেবেন।” বক্তব্যের সঙ্গে আরএসএস প্রধানকে সংগঠনের একটি অনুষ্ঠানে বরণ করে নেওয়ার ভিডিয়ো ক্লিপিং যুক্ত করেছেন।