আমাদের ভারত, কলকাতা, ৪ মার্চ: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ২০টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে দুটি কেন্দ্রের বিজেপি প্রার্থী নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সোমবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “ঘাটালের বিজেপি প্রার্থী হিসাবে হিরণের মনোনয়ন স্বাগত। ঘাটাল এলাকা প্রায় প্রতি বছর বন্যাকবলিত হয়। নিম্ন দামোদর পরিকল্পনা বাস্তবায়িত হলে এই সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। হিরণকে অনুরোধ, নির্বাচনী প্রচারে এই বিষয়টি সামনে রাখুন।
বর্তমান সাংসদ দেব শুনেছি ভাল অভিনেতা। জনপ্রতিনিধিত্বের অভিনয় তো শেষ, পর্দা পড়ল বলে !”
তিনি অপর একটি এক্স হ্যান্ডলে লিখেছেন, “আসানসোলের বিজেপি প্রার্থীর (বর্তমানে অপসৃত) প্রতি যেই অনেকে বিতৃষ্ণা প্রকাশ করেছেন অমনি জারজ মুলো সন্তান ক্যাংলা ঝাঁপিয়েছে বাঙালি-বিহারী বিভেদ সৃষ্টির জন্য।
বাস্তবে বাঙালি আর বিহারী হিন্দুরা চিরকাল শান্তিতে পাশাপাশি থেকেছে এবং পরস্পরকে সাহায্য করেছে। ১৯৪৬-এর গ্রেট ক্যালকাটা কিলিংস-এর সময় যখন বাঙালি মুসলমানরা বাঙালি হিন্দুদের হত্যা করছিল তখন তার প্রতিবাদে, প্রতিরোধে ও প্রতিশোধে ময়দানে নেমেছিলেন গোপাল পাঁঠা – এবং তাঁর পাশে দাঁড়িয়েছিল মানিকতলার বিহারী কালোয়ার ও বিহারী গোয়ালারা ও সর্দারজীরা।”