আমাদের ভারত, ২৮ অক্টোবর: নারী নির্যাতন প্রসঙ্গে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে প্রকাশ্যেই কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সোমবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “আমাকে মুলো ছোকরারা বুড়ো ভাম বলে গালাগালি করে। আমি মাইন্ড করি না, বেচারারা বেকার, এই বলে যদি দুটো টাকা পায় তো পাক। কিন্তু তাই বলে এই কর্ম করে বুড়ো বাম…।”
এর আগে এক্সবার্তায় জনৈক নীল মুখার্জির পোস্ট রিপোস্ট করেছেন তথাগতবাবু। তাতে লেখা, “এতদিনে বিমান দা’র (মনীষাকে চিরতরে নিখোঁজ করে দেওয়া সেই মনীষীর কথা বলছি) একজন যোগ্য উত্তরসূরি পাওয়া গেলো, আলিমুদ্দিন স্ট্রিটে বোধহয় খুশির হাওয়া বইছে যদিও একটা লোকদেখানো সাসপেনশন- এর নাটক আগে রচনা করতে হবে।”
প্রসঙ্গত, মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠায় তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, মহিলা সাংবাদিক হেনস্থায় ‘ক্ষমার প্রশ্ন নেই’।