‘সংখ্যালঘু ভোটব্যাংক নিয়ে অতিরিক্ত আহ্লাদ’ নিয়ে হুঁশিয়ারি তথাগতর

আমাদের ভারত, ২৫ জানুয়ারি: ‘সংখ্যালঘু ভোটব্যাংক নিয়ে অতিরিক্ত আহ্লাদ’ নিয়ে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বুধবার তিনি সামাজিক মাধ্যমে এই বিবৃতি দিলেন।

তথাগতবাবু লিখেছেন, “সংখ্যালঘু ভোটব্যাংক নিয়ে অতিরিক্ত আহ্লাদ করার ফল এবার টের পাওয়া যাচ্ছে? বাস্তবে এখনো কিছুই টের পাওয়া যায়নি। পাওয়া যাবে যখন আরাবুল আর ফুরফুরা মিলে যাবে।

পশ্চিম বাংলাদেশের তৃতীয় শ্রেণির নাগরিক হবার জন্য, একটি-দুটি মা-বোন হারাবার জন্য এবং দেবদেবীর শিরশ্ছেদের জন্য তৈরী হন।”

প্রসঙ্গত, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেফতারির পর কার্যত কলকাতা অচলের হুঁশিয়ারি দিয়েছেন ফুরফুরা শরিফের পীরজাদা। সোমবারই এই হুঁশিয়ারি দেন পীরজাদা কাসেম সিদ্দিকি। তিনি বলেন, “কলকাতায় ধর্মতলায় আমরা পীরসাহেবরা গিয়ে বসব। তাঁবু খাটিয়ে বসব।” নওশাদ সিদ্দিকির গ্রেফতারির পর একজোট ফুরফুরার পীরজাদারা।

পীরজাদা ইব্রাহিম সিদ্দিকির বাড়িতে একটি বৈঠক করেন তাঁরা। সেখানে ছিলেন পীরজাদা কাসেম সিদ্দিকি, পীরজাদা সাফারি সিদ্দিকি, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকি, সাহিমউদ্দিন সিদ্দিকি, পীরজাদা নাজমুস শাহাদাত-সহ অন্য পীরজাদারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *