আমাদের ভারত, ১৬ আগস্ট: “তাঁর আদর্শ ও জীবনদর্শন আমাদের পথ চলায় যুগে যুগে আলোকবর্তিকা হয়ে থাকবে।” শনিবার এইভাবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
শনিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “বিশিষ্ট কবি, প্রখ্যাত লেখক, ভারতীয় জনতা পার্টির অসংখ্য কার্যকর্তার পথপ্রদর্শক, আমাদের চিরন্তন প্রেরণা, ভারতরত্ন ও প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটল বিহারি বাজপেয়ী’জীর প্রয়াণ দিবসে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।”