আমাদের ভারত, ১৩ আগস্ট: ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে বিদেশী সরাসরি বিনিয়োগের স্বল্পতা নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বুধবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “ভারতে বিদেশী সরাসরি বিনিয়োগ (এফডিআই) ২০২৪-২৫ অর্থবর্ষে এসেছে ৮১.০৪ বিলিয়ন ডলার, অর্থাৎ ৮১০৪ কোটি ডলার।
এর মধ্যে পশ্চিমবঙ্গে কত এসেছে? পুরো হিসাব এখনো পাওয়া যায়নি, কিন্তু চ্যাট জিপিটি-র হিসেব অনুযায়ী ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এসেছে ৭১ মিলিয়ন ডলার। এটাকে ঐকিক নিয়মে মার্চ পর্যন্ত বাড়িয়ে নিলে দাঁড়াবে মোটামুটি ৯৫ মিলিয়ন ডলার, অর্থাৎ ৯.৫ কোটি ডলার। ৮১০০ কোটির মধ্যে সাড়ে নয় কোটি, অর্থাৎ শূন্য দশমিক এক শতাংশের সামান্য বেশি।
কারণটা নিজেরাই ভেবেচিন্তে ঠিক করে নিন।”