আমাদের ভারত, ৬ নভেম্বর: “কারা উল্টোপাল্টা বলে এসআইআর-এর বিরোধিতা করছে চোখ খুলে দেখে নিন।” একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত সংশ্লিষ্ট ছবি-সহ এক্স হ্যান্ডলে তা জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি লিখেছেন, “যেসব পর্দানশীন মুসলিম মহিলারা (ভারতীয় হোক বা বাংলাদেশি বা রোহিঙ্গিয়া) প্রকাশ্যে বেরিয়ে পরপুরুষের সঙ্গে কথাই বলতে পারেন না, তারা মিছিল করলেন কি করে, আর তাদের হাতে এই সব ইস্তাহারই বা কে ধরিয়ে দিল, তা বুঝতে খুব বেশি বুদ্ধি খরচ করতে হয় কি?
এসব করেছে তৃণমূল। কারণ তারা ভয় পেয়েছে।”

