আমাদের ভারত, ২৭ আগস্ট: “ঈশ্বরকে ধন্যবাদ, ভারত থেকে আমদানীকৃত কোনো দ্রব্যের উপর আমেরিকার অতিরিক্ত কর চাপানোর ফলে পশ্চিমবঙ্গের কোনো কারখানা বন্ধ হবে না, কোন শ্রমিক বেকারও হবেন না।”
বুধবার এক্সবার্তায় এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। কারণ হিসাবে তিনি লিখেছেন, “৩৪ বছরের বাম শাসন ও ১৫ বছরের তৃণমূলী শাসনের পরে পশ্চিমবঙ্গে কোনো কারখানাই নেই, আর শ্রমিকরা এমনিতেই বেকার। তবে প্রচুর প্রতিশ্রুতি, প্রস্রাব, থুড়ি, প্রস্তাব, ইত্যাদি দিস্তা দিস্তা আছে।”
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম যে দেশগুলি সম্ভাব্য বাণিজ্যচুক্তি নিয়ে ওয়াশিংটনের আলোচনা শুরু করেছিল, ভারত তাদের মধ্যে অন্যতম। তবে আপাতত এই চুক্তির ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল বলে মনে করছেন না কেউই। তথাগতবাবুর ইঙ্গিত, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা এমনিতেই সঙ্কটজনক। এই শুল্কযুদ্ধে নতুন করে খারাপ হওয়ার কিছু নেই।