Tathagata, Delhi blasts, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বিরোধীদের ভূমিকাকে কটাক্ষ তথাগতর

আমাদের ভারত, ১১ নভেম্বর: “বিরোধী দলনেতারা নাকি দিল্লি বিস্ফোরণ নিয়ে মোদীজি ও অমিতজির নামে কটাক্ষ করেছেন।” এই মন্তব্য করে ওই বিস্ফোরণের ব্যাপারে বিরোধীদের ভূমিকাকে কটাক্ষ করলেন তথাগত রায়।

মঙ্গলবার তিনি ফেসবুকে লিখেছেন, “কিন্তু ফরিদাবাদে তিন ডাক্তার মিঞার বাড়িতে যে প্রায় তিন টন বিস্ফোরক ধরা পড়ল, আমেদাবাদে যে আর এক ডাক্তার মিঞা রেড়ির তেলের বীজ থেকে মারাত্মক বিষ নিষ্কাশনের চেষ্টায় ছিল, ধরা পড়ল, তাদের বোধ হয় ধরেছে ভাইপোশ্রীর ডিজিটাল যোদ্ধারা? নাকি তারা ‘দুধেল গাই’ বলে তাদের সম্বন্ধে কিছু বলা চলবে না?

পৃথিবীতে সবচেয়ে কর্মদক্ষ গোয়েন্দা বাহিনী বলা হয় ইজরায়েলের মোসাদকে, সবচেয়ে সম্পদশালী মার্কিন এফবিআই ও সিআইএ। তারাও ৫ অক্টোবরের হামাসের হামলা আটকাতে পারল না, ৯/১১ আটকাতে পারল না! মনমোহন সিংহের বাহিনী ২৬/১১ আটকাতে পারল না, তার কোনো প্রতিকার করতে বা প্রতিশোধ নিতেও পারল না, যেরকম নিয়েছে ইজরায়েল গাজা ধ্বংস করে বা ভারত অপারেশন সিঁদুর করে।

দেশের সঙ্কটের মুহূর্তে নিজেদের বিবাদ ভুলে, ভোট ব্যাঙ্কের ভাবনা ভুলে সকলের উচিত সরকারের পাশে দাঁড়ানো, তা না করে যে নেতা কিছুতেই প্রধানমন্ত্রী হতে পারছেন না তিনি রাগের চোটে বিদেশে গিয়ে দেশের বদনাম করে বেড়ান!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *