আমাদের ভারত, ১২ নভেম্বর: “বেছে বেছে জালি টুপি-দাড়িওয়ালা”— এঁদের সংবেদনশীল ছবি ও খবর লেখাকে সামাজিক মাধ্যম ও এক্স বার্তায় কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বুধবার একটি দৈনিকের নাম করে লিখেছেন, “প্রথম পৃষ্ঠার ছবি দুটি শোকসন্তপ্ত মানুষের। এ পর্যন্ত ঠিকই আছে, নাশকতায় যারা স্বজন হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা রইল। কিন্তু বেছে বেছে জালি টুপি-দাড়িওয়ালা কেন? ওই সম্প্রদায়ের লোক নাশকতা করেছে, সেটা দিনের আলোর মত পরিষ্কার। কিন্তু শুধু ওই সম্প্রদায়ের লোকই মারা গেছে এরকম একটা বার্তা দেবার অপচেষ্টা কেন?
অসমের শ্রীভূমি জেলায়, যেখানে কুশিয়ারা নদীর ওপারেই বাংলাদেশ, সেখানে বেছে বেছে জনৈকের ‘আমার সোনার বাংলা’ গাওয়ার সঙ্গে এটার সাদৃশ্য আছে। একে নাম দেওয়া যেতে পারে ‘স্যাকামি’ (=সেক্যুলার+ন্যাকামি)।”

