Tathagata, Mamata, বিবেকানন্দ ও লিঙ্কনের উক্তি দিয়ে মমতাকে কটাক্ষ তথাগতর

আমাদের ভারত, ২২ জুলাই: স্বামী বিবেকানন্দ ও আব্রাহাম লিঙ্কনের উক্তি দিয়ে মমতাকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

মঙ্গলবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “গতকালের মঞ্চ থেকে মমতার ‘ভাষা-শপথ’ বাস্তবে আর্তনাদ ছাড়া আর কিছু নয়! উন্মত্তের মত মুসলমান তোয়াজ করার ফলে মমতার প্রতি বাঙালি হিন্দুর যে অসীম বিতৃষ্ণা জন্মেছে, মমতা বুঝতে পারছেন হাজার টাকার ভাতা দিয়ে আর তার মোকাবিলা করা যাবে না।

এর সঙ্গে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি ইত্যাদি সীমাহীন দুর্নীতি তো আছেই। তাই নতুন লাইন ধরেছেন, ভাষা। সারা ভারতে নাকি বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।

কিন্তু এটাও কাজ করবে না। কারণ চৌত্রিশ বছরের বাম-শাসনে আর চৌদ্দ বছরের মেধাবী ছাত্রীর শাসনে পশ্চিমবঙ্গে চাকরির সুযোগ শূন্য, বাঙালি হিন্দু আজ ভারতময় ছড়িয়ে পড়েছে! এই প্রবাসী বাঙালি হিন্দুদের সঙ্গে তাদের পশ্চিমবঙ্গের আত্মীয়স্বজনের রোজ কথা হয়। তারাই বলে দেয়, তারা শান্তিতেই আছে, বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গিয়াদেরই শুধু পুলিশ ধরছে, এবং ঠিকই করছে!

দুটো আপ্তবাক্য মমতার মনে করার সময় এসে গেছে। প্রথমটি স্বামী বিবেকানন্দের, “চালাকি দ্বারা কোনো মহৎ কার্য সিদ্ধ হয় না”; দ্বিতীয়টা মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের: “কিছু লোককে চিরকালের জন্য বোকা বানানো যায়, সবাইকে কিছুদিনের জন্য বোকা বানানো যায়; কিন্তু সবাইকে চিরকালের জন্য বোকা বানানো যায় না”।

তথাগতবাবু এই বার্তা রাজ্য বিজেপি, শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্যের এক্স হ্যান্ডলের সঙ্গে যুক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *