Tathagata, Mamata, অনুপ্রবেশ নিয়ে মমতাকে কটাক্ষ তথাগতর

আমাদের ভারত, ২৯ আগস্ট: অনুপ্রবেশের সব দায় বিএসএফ-এর ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এরকম কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এক্সবার্তায় শুভেন্দুবাবু লিখেছেন, “মমতার অন্তহীন সাফাই হচ্ছে, কেন্দ্রের বাহিনী বিএসএফ সীমান্ত দেখাশোনা করে, তাই বাংলাদেশি মুসলমান ঘুসপেট ঢুকলে সেটা কেন্দ্রের দোষ!

বেশ, মেনে নিলাম। কিন্তু যে লোক দিনে পাঁচবার ডেটল দিয়ে স্নান করে তার যদি কোন সংক্রমণ হয় তাহলে কি সে ‘ডেটলের দোষ’ বলে হাত গুটিয়ে বসে থাকবে ? অবশ্যই নয়, সংক্রমণকারী জীবাণুগুলোকে নিকেশ করার জন্য ওষুধ খাবে!

বিএসএফ হচ্ছে ডেটল। ঘুসপেটরা হচ্ছে সেই জীবাণু। আর SIR হচ্ছে সেই ওষুধ।”

শুক্রবার সন্ধে ৭টা পর্যন্ত ৭৮ জন মন্তব্য করেছেন এই পোস্টে। প্রায় সবাই সমর্থন করেছেন তদাগতবাবুর মন্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *