আমাদের ভারত, ১৭ জুলাই: “বাঙালি মুসলমানের সমর্থনে মমতা-অভিষেক রাস্তায় নেমে তামাশা করছে,” কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বৃহস্পতিবার তিনি এ ব্যাপারে এক্স হ্যান্ডলে তাঁর মতামত লেখেন।
তথাগতবাবু লিখেছেন, “যে বাঙালি মুসলমনরা পূর্ব পাকিস্তানে ও বাংলাদেশে আনুমানিক পঞ্চাশ হাজার বাঙালি হিন্দুকে খুন করেছে, অগণিত বাঙালি হিন্দু মেয়েদের ধর্ষণ ও অপহরণ করেছে, এক কোটির উপর বাঙালি হিন্দুকে তাড়িয়ে পথের ভিখারি করেছে, সেই বাঙালি মুসলমানের সমর্থনে মমতা-অভিষেক রাস্তায় নেমে তামাশা দেখিয়েছে। এর মধ্যে রোহিঙ্গা মুসলমানরাও রয়েছে, যারা বাংলাদেশেও ঘৃণিত, কিন্তু পশ্চিমবঙ্গে স্বাগত।
এখন প্রশ্ন, কেন মমতার এই বিচিত্র আচরণ? এর কারণ, অতিরিক্ত মুসলমান তোয়াজের ফলে বাঙালি হিন্দুর মত তারাও তৃণমূলের বিপরীতে ঘুরে গেছে। এখন মমতা করেন কী? একমাত্র উপায়, এটাকে ঘুরিয়ে দেখাতে হবে যে অন্য রাজ্যে যে রোহিঙ্গিয়া ও অন্যান্য বাংলাদেশি মুসলমানদের চিহ্নিতকরণ ও ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলেছে তাকে বাঙালি-বিরোধী পদক্ষেপ বলে দেখানো, যদি এতে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর সহানুভূতি পাওয়া যায়।
কিন্তু এতে চিঁড়ে ভিজবে না। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যিনি নন্দীগ্রামে সরাসরি লড়াইতে মমতাকে হারিয়েছিলেন, দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন বাংলাদেশি চিহ্নিতকরণ প্রক্রিয়া চলবেই, পশ্চিমবঙ্গেও চলবে।
বস্তুত, সেটা বন্ধ করার ক্ষমতা মমতারও নেই। তিনি শুধু নিজের রাজ্যে আবোলতাবোল বকে নিজের দুর্নীতি আর মুসলমান তোষণ থেকে নজর ঘোরাবার চেষ্টা করতে পারেন।”