আমাদের ভারত, ৫ সেপ্টেম্বর: “আমার আশ্চর্য লাগে, আধ-ন্যাংটা ফকির গান্ধী আর বামপন্থীদের কাছে বাঙালী হিন্দু কী কুশিক্ষা পেয়েছে, যার মূল তত্ত্ব হচ্ছে, “মুসলমান কোন অন্যায় করতে পারে না।” শুক্রবার এক্সবার্তায় এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু লিখেছেন, “গাজায় বোমা ফেলার বিরুদ্ধে পশ্চিমবঙ্গে সবাই সোচ্চার। কিন্তু হামাস যে নিরপরাধ ইজ্রায়েলীদের ধরে নিয়ে পণবন্দি করল, অনেককে অসহ্য যন্ত্রনা দিয়ে মেরেও ফেলল, সেটা সম্বন্ধে বাঙালি হিন্দু বোবাকালা।”