আমাদের ভারত, ৪ নভেম্বর: অ্যাসিড নিক্ষেপে মহিলাদের জখম হওয়া ও মৃত্যুর চেয়েও মুসলিমদের পর্দাপ্রথা মহিলাদের কাছে বিপজ্জনক বলে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
মঙ্গলবার এক্সবার্তায় তিনি লিখেছেন, “ধর্মভীরু’ মুসলমানের ঘরে মেয়ে হয়ে জন্মানোর জন্য এর চেয়ে বড় শাস্তি আপনি ভাবতে পারেন? গতকাল অ্যাসিড আক্রমণের কথা লিখেছিলাম, যা কোনো নারী বা তার নিকটজনের জন্য মৃত্যু বা ধর্ষণের চেয়েও ভয়াবহ। এই পর্দাই বা তার চেয়ে কম কিসে?” বার্তার সঙ্গে তিনি পর্দার অবগুন্ঠনে দুই নারীর ছবি যুক্ত করেছেন।
এর আগে তিনি একটি নামী বাংলা দৈনিকে প্রকাশিত যশোধরা রায়চৌধুরীর ‘অ্যাসিড-সন্ত্রাসে এগিয়ে বাংলা’ শীর্ষক প্রতিবেদনের কথা উল্লেখ করছেন। ওই প্রতিবেদনে লেখা, “সম্প্রতি প্রকাশিত ‘ক্রাইম ইন ইন্ডিয়া ২০২৩’ রিপোর্ট অনুযায়ী ২০২৩-এ দেশজুড়ে ২০৭ টি… কেস নথিভুক্ত হয়েছে …সর্বোচ্চ স্থানে পশ্চিমবঙ্গ, এক বছরে ৫৭টি ঘটনা…সারা ভারতের ২৭ শতাংশের বেশি ঘটনা যে পশ্চিমবঙ্গে ঘটেছে, আমাদের এই উদারনৈতিক, ‘এগিয়ে থাকা’ রাজ্যের পক্ষে গৌরবের নিশ্চিত”।
তথাগতবাবু লিখেছেন, “অ্যাসিড আক্রমণ নারীর পক্ষে মৃত্যু বা ধর্ষণের চেয়েও ভয়াবহ, এটা বলা আদৌ বাড়িয়ে বলা নয়। মৃত্যু এক লহমায় ঘটে যায়, ধর্ষণ লোকে ভুলে যায়। অ্যাসিড-আক্রান্ত নারীকে, এবং তার নিকটজনকে তার সারা জীবন ধরে জীবন্ত নরকযন্ত্রণা ভোগ করতে হয়। সুষমা স্বরাজ বেঁচে থাকাকালীন আমি ওঁকে অনুরোধ করেছিলাম, অ্যাসিড আক্রমণের জন্য যেন মৃত্যুদণ্ডের বিধান হয়। ওঁর অকাল মৃত্যুর পরে ব্যাপারটা এগোয়নি।”

