আমাদের ভারত, ২৩ সেপ্টেম্বর: জিএসটি-র সুবিধা উপভোক্তাদের কাছে পৌঁছচ্ছে না বলে অভিযোগ উঠছে। এ ব্যাপারে রাজ্যকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
একটি নামী দৈনিকের উল্লেখ করে তিনি মঙ্গলবার লিখেছেন, “মোদী যে জিএসটি কমিয়েছেন এবং তার সুবিধা যে উপভোক্তারা পাবেন এটা নাকি শুধু ‘কথার কথা’। কারণ কলকাতায় মুদির দোকানে সেটা হচ্ছে না।
মোদী চেষ্টা করছেন, মুদি দুর্নীতি করছে তাতে আশ্চর্য হবার কিছু নেই, কারণ গোটা রাজ্য সরকারটাই দুর্নীতিতে নিমজ্জিত। জিএসটি-র সুবিধা যে উপভোক্তার কাছে পৌঁছচ্ছে না তাতে রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই, তারা ধোয়া তুলসীপাতা।”

