আমাদের ভারত, ৬ সেপ্টেম্বর: “প্রথমে মনে হবে, আমার চোখ-কান আমার মস্তিষ্কে ঠিক বার্তা দিচ্ছে তো? কিন্তু তারপরে বোঝা যাবে, ঠিকই দিচ্ছে!” শনিবার এক্সবার্তায় এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু লেখেন, “কুনাল ঘোষ এরকম করে থাকে, আমরা আশ্চর্য হই না। তা বলে একটি রাজ্যের নির্বাচিত (কম্পার্টমেন্টালে হলেও) মুখ্যমন্ত্রী!
এই জিনিস অবশ্য করেছিলেন আর এক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২০০২ সালে। বলেছিলেন, “রাজ্যের সীমান্তবর্তী মাদ্রাসায় দেশবিরোধী প্রচার হচ্ছে।” একথা গণশক্তিতে পর্যন্ত ছেপে বেরিয়ে গেল। পরের দিন বেমালুম অস্বীকার করে বললেন, না আমি বলিনি!”