কেন্দ্রের কাছে টাকার হিসেব চাওয়ায় অভিষেককে তোপ তথাগতের, প্রতিক্রিয়া নেট নাগরিকদের

আমাদের ভারত, ৩০ জুলাই: পার্থকাণ্ডে কোটি কোটি কালো টাকা কোথা থেকে এল? সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের কাছে তার হিসেব চেয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জবাব দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। সামাজিক মাধ্যমে তা নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শনিবার দুপুর পর্যন্ত এই পোস্টে লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা হয়েছে যথাক্রমে ১ হাজার ৩০০, ২০৭, ৬১।

তথাগতবাবু লিখেছেন, “খোকাবাবুর বুদ্ধি আর কবে গজাবে? মেঘে মেঘে বেলা তো হোলো! খোকাবাবু, টাকার গায়ে সাদা-কালো রং থাকে না। যে টাকা অসৎপথে পাওয়া, যার উপর আয়কর দেওয়া হয়নি, সেটাই কালো টাকা! সেটা যার কাছ থেকে চুরি করা হয়েছে তার কাছে যখন ছিল তখন সম্ভবত সেটাই সাদা টাকা ছিল।”

প্রতিক্রিয়ায় মন্দার গোস্বামী লিখেছেন, “আইআইপিএম থেকে অর্থনীতি নিয়ে পাশ করলে যা হয় আর কি!” শিবব্রত বোস লিখেছেন, “উনি যেখানে অর্থনীতি পড়েছিলেন সেখানে চুরি চামারির ক্লাসটায় কোনো দিন অনুপস্থিত ছিলেন না।” অসীম কুমার চৌধুরী লিখেছেন, “অনুসন্ধান হচ্ছে, ই ডি জবাব দেবে। আরও টাকা উদ্ধার হোক তারপর, এতো ব্যস্ত হওয়ার দরকার নেই। ধীরে ধীরে হবে।”

শ্যামল চৌধুরী লিখেছেন, “ওরে পাগল তোদের দলের মহাসচিব পার্থ চোরের বান্ধবীর ঘর থেকে দুবাই থেকে চোখ দেখিয়ে চোখের আরও বারোটা বাজিয়ে দিলে দেখছি।” সোমনাথ লিখেছেন, “কয়লা চোর গরু চোর ভাইপো দূর হাটাও। ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ। পার্থ ভৌমিক লিখেছেন, “সব রাজ্যে একটা করে পাপ্পু আছে, যারা গান্ধী পাপ্পুর সাথে প্রতিযোগিতা করে চলছে।”

অন্যদিকে, সৌম্য কাঞ্জিলাল লিখেছেন, “বাংলার লাল কৃষ্ণ আদভানি তথাগত রায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *