আমাদের ভারত, কলকাতা, ৯ সেপ্টেম্বর: বাংলায় হিন্দু নির্যাতন নিয়ে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শনিবার তিনি এক্স হ্যাণ্ডেলে লেখেন, “১৯৪৬ সালের নোয়াখালী দিয়ে আরম্ভ করে পূর্ববঙ্গে ১৯৫০, ১৯৬২, ১৯৬৪, ১৯৭১-এর সরকার আয়োজিত বাঙালি-মুসলমানের হাতে গণহত্যার বলি হয়েছিল অগণিত বাঙালি-হিন্দু। আর এক কোটির উপর হিন্দু আশ্রয়ের জন্য চলে এসেছিল এই ‘হিন্দুস্থানীদের দেশে। মূর্খ, বুদ্ধিহীন, অন্ধ, ক্যাংলা মুলো।“
অপর একটি হ্যাণ্ডেলে তিনি লিখেছেন, “তথাকথিত ‘সেকুলার’-রা দেখেছি, হিন্দু বাঙালির উপর মুসলমান বাঙালির অবর্ণনীয় অত্যাচারের কথা উঠলেই রামমোহন থেকে নজরুল পর্যন্ত কপচাতে আরম্ভ করে। এঁরা সবাই দেশভাগের বহু আগের মানুষ। তারপরে পূর্ব পাকিস্তানে হিন্দু বাঙালির কী অবস্থা হবে তা এঁদের চিন্তার অতীত ছিল।“
বিরূপাক্ষ নামে এক ব্যক্তি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে যুক্ত করে তথাগতবাবুকে এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “আপনি তো বাঙালি। বইটইও লিখেছেন শুনেছি। বাংলার স্বাধীনতা উত্তর সময়ে, আর পিছনে যাবার দরকার নেই, আপনাদের উজবুগ ‘কারি ও ভর্তা’রা মনে করতে পারবে না, কখনও শুনেছেন বা দেখেছেন বাঙালির সার্বিক মনন না বুঝে কেবল কিছু আরোপিত বিশ্বাস নিয়ে কোনো দল এই বাংলায় কিছু করতে পেরেছে?
জবাবে তথাগতবাবু লিখেছেন, “হাবেভাবে তো মনে হচ্ছে আপনি ‘সেকুলার’ বাঙালি হিন্দু ! তাহলে আমার বইয়ের কথা শুনে বা আবোলতাবোল বকে কাজ নেই। শিগগিরই পশ্চিমবঙ্গের সম্পূর্ণ ইসলামীকরণ হবে, আপনার বাড়ির মেয়েদের উপর আপনার সামনেই যা হবার হবে, যেরকম পূর্ববঙ্গে হয়েছিল। ততদিন একটু ধৈর্য ধরে বসে থাকুন।”

