অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১১ মে: ‘দ্য কেরল স্টোরি’ দেখার আবেদন করতে গিয়ে ‘মাননীয়ার সংখ্যালঘু পদলেহনের’ উল্লেখ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু টুইটারে লিখেছেন, “যতভাবে পারেন, ‘দ্য কেরল স্টোরি’ দেখুন এবং অন্যদের দেখতে বলুন। তারপর যখন মাননীয়ার সংখ্যালঘু পদলেহন সত্ত্বেও সিনেমার উপর নিষেধাজ্ঞা উঠে যাবে তখন হলে গিয়ে আবার দেখুন। কারণ এই সাধু প্রচেষ্টায় সাহায্য করা আমাদের পবিত্র কর্তব্য।”
অপর টুইটে তথাগতবাবু লিখেছেন, “এই পাষন্ডের রাজত্বে আমরা অনেকেই হয়তো একটা ভালো সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হব। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হল, কন্যা সন্তানের পিতামাতারা তিন বছর বয়স থেকে তাদের শেখান, লাভ জিহাদের বীভৎসতার ফাঁদে তারা যেন ধরা না দেয়।”
প্রসঙ্গত, রাজ্যের প্রেক্ষাগৃহগুলিতে নিষিদ্ধ করা হয়েছে দ্য কেরালা স্টোরি সিনেমাটির প্রদর্শনী। আর এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জমা পড়েছে তিনটি জনস্বার্থ মামলা। সুপ্রিম কোর্টেও মামলা রুজু হয়েছে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে।