Tathagata Roy আইনজীবীদের ফি বাবদ রাজ্যের খরচ কত, শ্বেতপত্র চাওয়ার প্রস্তাব তথাগত রায়ের

আমাদের ভারত, কলকাতা, ২২ আগস্ট: “পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে উকিলের ফি বাবদ কত টাকা খরচ করেছে সে বিষয়ে শ্বেতপত্র চাওয়া হোক।” এক্স-বার্তায় এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বৃহস্পতিবার তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গ বিজেপির বিধানসভা সংসদীয় দলের, বিশেষত নেতা শুভেন্দু অধিকারীর প্রতি আবেদন: আজ পর্যন্ত কেন্দ্রীয় সংস্থার হাতে অনুসন্ধানের দায়িত্ব তুলে দেওয়া, কর্মচারীদের ও শিক্ষকদের ভাতা, নিয়োগ ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে উকিলের ফি বাবদ কত টাকা খরচ করেছে সে বিষয়ে শ্বেতপত্র চাওয়া হোক।”

বস্তুত, তৃণমূল সরকারের প্রথম থেকে এত মামলায় জড়িয়ে পড়েছে সরকার, যা নিয়ে নানা সময়ে চর্চা হয়েছে। অধিকাংশ মামলাতেই সরকার হেরে গিয়েছে। প্রশ্ন উঠেছে, এই ক্ষেত্রে সরকারি অর্থের অপব্যবহার নিয়ে। কিছুকাল আগে উপাচার্য নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়সমূহের আচার্যের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে রাজ্য। এই খাতে টাকা বরাদ্দ নিয়েও বিতর্ক হয়।

প্রসঙ্গত, বিজেপির আইনজীবী-নেত্রী সুস্মিতা সাহা দত্তের মতে, “সরকার টাকা দিলেও বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে হস্তক্ষেপ করতে পারবে না, সে ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে।” তাঁর ব্যাখ্যা, রাজ্য সরকারি প্যানেলের আইনজীবীরা রাজ্যের হয়ে কথা বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু স্বশাসিত বিশ্ববিদ্যালয় যে সব সময় সরকারের তালে তাল মিলিয়ে চলবে, তা নয়। তাই সরকারি আইনজীবীদের পরামর্শ নিলে বা নিয়োগ করলে বিশ্ববিদ্যালয়ের আইনি পদক্ষেপের নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *