পূর্ববঙ্গে হিন্দু নির্যাতন নিয়ে তাঁর লেখা চলচ্চিত্রায়ণের আর্জি তথাগত রায়ের

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ১৯ মার্চ: ‘দি কাশ্মীর ফাইলস’ নিয়ে উত্তাল গোটা দেশ। শুধুমাত্র দেশই নয়, দেশের বাইরেও এই ছবির প্রভাব ছড়িয়ে পড়েছে। কাশ্মীরী পন্ডিতদের কাশ্মীর থেকে উৎখাত করার যে বাস্তব কাহিনী উঠে এসেছে এই ছবিতে তা মন জয় করেছে সাধারণ সিনেপ্রেমী থেকে শুরু করে সমালোচকদের। এই ছবির প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বলিউডের তারকারা।

দি কাশ্মীর ফাইলস এর সাফল্যে অনেকেই দেশভাগের সময় বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ছবি করার দাবি তুলেছেন। অনেকেই আবার বিশেষ করে নোয়াখালী দাঙ্গার ঘটনার চলচ্চিত্রায়নের দাবি তুলেছেন।
শনিবার দুপুরে এর প্রেক্ষিতে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় টুইটারে লিখলেন, “আমি একটি বই তো লিখেছি, ইংরেজি এবং বাংলায় ! এবার এটার ভিত্তিতে কেউ একটা ছবি করতে পারে। বইটা যেরকম বিক্রি হয়েছে (দুটো ভাষাতেই চতুর্থ সংস্করণ চলছে) তাতে আমার মনে হয় ছবি হলে দেখার লোকের অভাব হবে না। যদি অবশ্য মাননীয়া এটার উপর নিষেধাজ্ঞা জারি না করেন।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *