অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ৬ এপ্রিল: বাংলাদেশের নানা স্তরে যে ভারত-বিরোধিতা চলছে, তাতে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “বাংলাদেশী মিঞাভাইরা, অযথা উত্তেজিত না হয়ে একবার মানচিত্রের দিকে তাকান। দেখুন, সৃষ্টিকর্তা কেমন করে বাংলাদেশকে একেবারে ভারতের বগলের মধ্যে ঠুসে দিয়েছেন! আপনাদের ৯৫% স্থলসীমা শুধু ভারতের সঙ্গে। ভারতের সঙ্গে অসহযোগিতা করলে আপনারা কষ্টেসৃষ্টে বেঁচে হয়তো থাকতে পারবেন। কিন্তু পেঁয়াজ পাবেন না, ডাল পাবেন না, সর্ষের তেল পাবেন না, ডাক্তার পাবেন না, ওষুধ পাবেন না, এমনকি জল (পানি) পেতেও সমস্যা হতে পারে।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে এসব আমদানি করবেন? দামটা দিতে তৈরী থাকবেন তো?
অতএব ভারতের সঙ্গে সহযোগিতা করাতেই আপনাদের স্বার্থ। যদি মাদ্রাসা-ছাপ কাঠমোল্লাদের কথায় যদি নাচেন তবে প্রচুর দুঃখ কপালে আছে।
আর একটা কথা। আপনাদের দেশে হিন্দু পেটাবেন না। এখন পর্যন্ত ভারতে এর বিশেষ প্রতিক্রিয়া হয়নি, কিন্তু হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।”