আমাদের ভার, কলকাতা, ১৩ সেপ্টেম্বর: “আজকে আমার অন্যতম প্রিয় বাংলা গদ্যলেখক সৈয়দ মুজতবা আলীর জন্মদিন। জিহানই আসৈন, বালা থাখৈন (কথ্য সিলেটি), যেখানেই থাকুন, ভাল থাকুন।” শনিবার এভাবেই স্মরণীয় লেখককে শ্রদ্ধা জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্যে বিশ্বনাগরিক যদি কেউ থাকেন তবে ইনিই। শান্তিনিকেতনে কবিগুরুর পায়ের কাছে বসেই এঁর শিক্ষা। এঁর ‘চাচা কাহিনী’, ‘দেশে বিদেশে’, ‘ধূপছায়া’, ‘পঞ্চতন্ত্র’ বোধ হয় দশবার পড়লেও পুরোনো হয় না।”
সৈয়দ মুজতবা আলী (১৩ই সেপ্টেম্বর ১৯০৪ – ১১ই ফেব্রুয়ারি ১৯৭৪) ছিলেন লেখক, সাংবাদিক, ভ্রামণিক, পণ্ডিত ও বহুভাষী। তিনি ভারত ছাড়াও পড়াশোনা ও চাকরিসূত্রে জার্মানি, আফগানিস্তান, মিশর ও জীবনের শেষ দু’টি বছর বাংলাদেশে বসবাস করেছেন। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা সৈয়দ মুজতবা আলী তাঁর ভ্রমণকাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয়। তাঁর রচনা একই সঙ্গে পাণ্ডিত্য এবং রম্যবোধে পরিপুষ্ট।

