আমাদের ভারত, ২০ জুন: ‘পশ্চিমবঙ্গ দিবস’-এ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সোমবার তথাগতবাবু টুইটার এবং ফেসবুকে লিখেছেন, “আজ ২০শে জুন, ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে পালিত হওয়া উচিত। ১৯৪৭ সালের এই দিনে বঙ্গীয় আইনসভার হিন্দু সদস্যরা ব্রিটিশ ভারতীয় প্রদেশ বঙ্গকে ভাগ করে পশ্চিমবঙ্গকে ভারতে যোগদানের পক্ষে ভোট দেন। তাই আমরা বাঙালি হিন্দুরা ভারতের গর্বিত নাগরিক হিসেবে মাথা উঁচু করে রাখতে পারি। এটি মূলত ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে করা হয়েছিল। তিনি কংগ্রেসের সমর্থন পেয়েছিলেন। এটা না করলে, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানে আমাদেরকে জিম্মি হয়ে বাঁচতে হতো (বা মরতে হতো)। এছাড়াও উত্তর-পূর্ব ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে শেষ পর্যন্ত পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যেত।”