আমাদের ভারত, ২৮ জুলাই: বাংলা-বাঙালি বিতর্কে তৃণমূলকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সোমবার সকালে তিনি এক্সবার্তায় লিখেছেন, “একেবারে অজ্ঞ, না কি জেনেশুনে মিথ্যাকথা বলছ বুঝতে পারছি না। উনিশশো আশির দশক থেকে বিজেপি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ ঠেকাবার কথা বলে আসছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল টি ভি রাজেশ্বরও এই কথা বলেছেন। কেউ কিচ্ছু করেনি। ১৯৯৯ সালে অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে এন ডি এ সরকার ক্ষমতায় আসার পরে সীমান্তে কাঁটাতার লাগাবার কাজ শুরু হয়। ইতিমধ্যে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীতে দেশ ভরে গেছে।”