Tathagata, National Anthem, রাজ্যগান পরিবেশনের নির্দেশিকাকে কটাক্ষ তথাগত রায়ের

আমাদের ভারত, ৭ নভেম্বর: রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে এবার থেকে বাধ্যতামূলকভাবে গাওয়া হবে রাজ্যগান ‘বাংলার মাটি, বাংলার জল’। এই সিদ্ধান্তকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু সামাজিক মাধ্যমে লিখেছেন, “মধ্যশিক্ষা পর্ষদের সব স্কুলে ‘বাংলার মাটি, বাংলার জল’ গাইতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কারণ এটি নাকি রাজ্য সংগীত। কিন্তু কাজটা কি ঠিক হল?

‘জল’, ‘ভগবান’, এসব তো হিন্দুয়ানী কথা! এতে যদি ‘দুধেল গাই’রা চটে যায়? যদি ভোটব্যাঙ্ক ঘা খায়? তার চাইতে এটিই তো ভাল – পূর্ব পাকিস্তান আমলের গোড়ার দিকে কিছু কিছু স্কুলে চালু হয়েছিল!

“বাংলার মাটি, বাংলার পানি আল্লা তোমার মেহেরবানী
নেক হউক, নেক হউক, নেক হউক, হে রহমান!”

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই মর্মে অর্থাৎ রাজ্যগানের ব্যাপারে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *