আমাদের ভারত, ২৫ জুলাই: মুসলিমদের যানবিধি অমান্য করার প্রবণতাকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শুক্রবার এক্সবার্তায় তথাগতবাবু লিখেছেন, “বাইক-আরোহীদের মাথায় যদি হেলমেটের বদলে জালি টুপি বা গোল টুপি থাকে তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ তাদের ধরে না। এই ‘মুসলিম-প্রেম’ দেখাবার ফলে মৃত্যু হল দুই মুসলিম নাবালক ও এক যুবকের। হাওড়ার আন্দুল রোডে।”
প্রসঙ্গত, বুধবার রাতে আন্দুল রোডে একটি বাইকে করে তিন জন যাচ্ছিল। কদমতলার কাছে একটি লরি তাদের আচমকা পিছন থেকে এসে ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।