আমাদের ভারত, ৫ অক্টোবর: গাজা নিয়ে বামপন্থী দলগুলোর মিছিলকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
রবিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “গতকাল কলকাতায় বামপন্থী দলগুলো মিছিল বের করেছিল, গাজায় কি-না-কি হচ্ছে তার প্রতিবাদে এই লাল জাঙ্গিয়া পরা লোকগুলোর কি ন্যূনতম লজ্জাশরমও নেই? যেখানে আমাদের নিকটতম আত্মীয় বাংলাদেশের হিন্দুদের উপর ক্রমাগত নির্যাতন চলেছে সেখানে গাজায় কী হচ্ছে তাই নিয়ে রাস্তায় নেমে হাউ হাউ!”
প্রসঙ্গত, পুজোর রেশ কাটার আগেই শনিবার, দ্বাদশীতে শহরে প্রতিবাদ মিছিল করে বিভিন্ন বাম দল। গাজ়ার জন্য ত্রাণবাহী নৌ-বহর ‘ফ্লোটিলা’কে ইজ়রায়েলের আটকে দেওয়ার প্রতিবাদে এবং গাজ়ায় গণহত্যা বন্ধের দাবিকে সামনে রেখে পথে নেমেছিলেন বাম নেতা-কর্মীরা। সেখান থেকে আমেরিকা ও ইজ়রায়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিদেশ নীতি নিয়েও সরব হন বাম নেতৃত্ব।

